ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিনে আধুনিক জাহাজ পরিচালনার উদ্যোগ

প্রকাশিত : ১৮:১২, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১২, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিনে আধুনিক জাহাজ পরিচালনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। কক্সবাজারে বিআইডব্লিউটিএ’র বাংলো এবং লাইট হাউজের আধুনিকায়ন কাজ উদ্বোধন করে এ’কথা বলেন তিনি। শাজাহান খান আরো জানান, আধুনিক জাহাজ যুক্ত হলে স্বল্প সময়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছানো যাবে। এছাড়া, বাঁকখালী নদীর খনন কাজও উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী। বাঁকখালী নদী খননের ফলে মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে সুবিধা পাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি