ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামের মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে দোষীদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ১৮:১২, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১২, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে  চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় অভিযোগ করা হয়, খুলশী এলাকার সেগুন বাগান তালীমুল কোরআন মাদ্রাসায় শিশু ইসমাম হায়দারকে হত্যার পর তার বিছানার নিচে লুুকিয়ে রাখা হয়। মঙ্গল রাতে পরিবারের লোকজন বিছানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। মানব বন্ধন কর্মসুচীতে বক্তারা অবিলম্বে হত্যাকান্ডে সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি