দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
প্রকাশিত : ১৯:৩০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩০, ৯ মার্চ ২০১৭
দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দেশের ১৯টি জেলায় বন্যাকবলিত এলাকায় অস্বচ্ছল ৬০ হাজার পরিবারের বসতবাড়ী উঁচু করে দেয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১০ মার্চ দেশব্যাপী জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা জানান। মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় এবার ৬০ হাজার বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী সহ অস্বচ্ছল মানুষের বসতবাড়ী উঁচু করে দেয়া হবে। পরবর্তীতে সারাদেশে বন্যাকবলিত এলাকার প্রতিটি বসতবাড়ী উঁচু করা হবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
আরও পড়ুন