ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

তথ্য অধিকার আইনের যথাযথ ব্যবহার সুশাসনের জন্য সহায়ক বলে মনে করেন তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫:২৬, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৭, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

তথ্য অধিকার আইনের যথাযথ ব্যবহার সুশাসনের জন্য সহায়ক বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। আইনটি সম্পর্কে অজ্ঞতা থাকায় খুব অল্প মানুষ এই সেবা নিতে পেরেছেন বলেও মনে করেন তিনি।  অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আইনটি হওয়ায় তথ্য গোপনের সংস্কৃতি থেকে বের হয়ে আসছে সরকারি প্রতিষ্ঠানগুলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি