ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

৩১২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:৪৭, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশী ব্যাটসম্যানেদের দায়িত্বহীন ব্যাটিংয়ে গল টেস্টে ৩১২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ । শ্রীলংকার চেয়ে পিছিয়ে ১৮২ রানে । মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি ও মেহেদি মিরাজের দায়িত্বশীল ব্যাটিং এ ফলো অন এড়ালেও বেশি দুর যেতে পারেনি টাইগাররা । ২ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় ািদন ব্যাট করতে নেমে প্রথম সেশনেই টাইগারদের সব হিসেব-নিকেশ পাল্টে দেয় ব্যাটসম্যানদের দ্বায়িত্বহীন ব্যাটিং। শুরুটা সৌম্যকে দিয়ে। নিজের নামের পাশে ৫ রান যোগ করেই সাজ ঘরে ফেরেন আগের দিনে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব। মাত্র ১৯ বলে ২৩ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। এরপর মাহমুদুল্লাহ ৮ ও লিটন দাস ৫ রান করে দ্রুত নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসলে ৬ উইকেটে ১৯২ রান তুলে ফলো অনের শংকায় পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক মুৃশফিক ও মেহেদীর প্রতিরোধে ফলোঅন এড়ায় টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে এই জুটি তোলে ১০৬ রান । মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি। নবম ব্যাটমম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬১ বলে ৮চার ও ১ ছক্কায় ৮৫ রানের  ইনিংস খেলেন মুসি। এরআগে ব্যক্তিগত ৪১ রানে সাজ ঘরে ফেরেন মেহেদী। ৯ উইকেটে ৩১২ রান তুললে বৃষ্টিতে খেলা কিছুটা সময় বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে কোন রান যোগ না করে মাত্র দুই বলেই শেষ হয় লাল-সবুজদের ইনিংস। ১৮২ রানে এগিয়ে থেকে শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও, বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা আর শুরু করা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি