যত ষড়যন্ত্রই হোক, অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে নাঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ২০:১৩, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১৩, ৯ মার্চ ২০১৭
দেশে আগের মতো হাহাকার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত ষড়যন্ত্রই হোক, অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পদ্মা সেতুর অর্থায়ন আটকে দিয়ে দেশের ক্ষতি করায় ডক্টর ইউনুসের বিচার দেশের মানুষ করবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীতে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ’কথা বলেন। পরিবেশের স্বার্থে বহুমুখী পাটপণ্য উদ্ভাবনেরও তাগিদ দেন তিনি।
জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বক্তৃতায় উদ্ভাবন ও উৎপাদনের পাশাপাশি দেশ- বিদেশে পাট ও পাটজাত পণ্যের ব্র্যান্ডিংয়ের পরিধি বাড়াতে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা অভিযোগ করেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করতে বঙ্গবন্ধুকে হত্যার পর পাট শিল্পের ওপর আঘাত হানে স্বাধীনতা বিরোধীরা। বিশ্বব্যাংকের পরামর্শে দেশের পাটকলগুলোও বন্ধ করে দেয় বিএনপি সরকার।
যত ষড়যন্ত্রই হোক, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতুর অর্থায়ন বন্ধের জন্য দেশবাসী ডক্টর ইউনুসের বিচার করবে।
অনুষ্ঠানে পাটের ব্যাগ আবিস্কারক থেকে শুরু করে রপ্তানীকারক পর্যন্ত পাটখাতের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন