ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

জয়নুল আবদীনের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন

প্রকাশিত : ১৪:৩৬, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবদীনের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। জানাজায় অংশনেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সহ অন্যান্য সাংবাদিকরা। এসময় তারা বলেন, ভাষা সংগ্রামী জয়নুল আবদীন স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক জয়নুল আবেদিন আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করেছেন। বাইতুল মুকাররমে ২য় জানাযা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি