কুমিল্লার পুলিশ বহনকারি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মাটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত : ১৪:১৪, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১০ মার্চ ২০১৭
কুমিল্লার বালুতুপায় পুলিশ বহনকারি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এক মাটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে রাখরাবাদ-বালুতুপা সড়কে পুলিশের মাইক্রোবাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আরোহী। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে। একপর্যায়ে গাড়িটিতে আগুণ ধরিয়ে দেয় তারা। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন