কুমিল্লায় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা
প্রকাশিত : ১৯:০৬, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:০৬, ১০ মার্চ ২০১৭
কুমিল্লায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা বলছে, পরে হত্যার ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এ’ ঘটনার প্রতিবাদে পুলিশের মাইক্রোবাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, সড়ক অবরোধও করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি।
কুমিল্লা সদর উপজেলার বালুতুপা বাজার সড়কে পুলিশ সদস্যরা মাইক্রোবাস নিয়ে এক মোটর সাইকেল আরোহীকে ধাওয়া করে। এক সময় রাস্তার পাশে ছিঁটকে পড়ে যায় সে। এ’সময় পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে বলে জানায় স্থানীয়রা।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ঘেরাও করে। পুলিশের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় তারা। অবরোধ করে সড়ক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ’ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন