পাবনায় দুর্বৃত্তের হামলায় ক্যাথলিক চার্চের নৈশ প্রহরী আহত, আটক ৩
প্রকাশিত : ১৫:০৬, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৬, ১০ মার্চ ২০১৭
পাবনার চাটমোহরে ক্যাথলিক চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের ভিতরে প্রবেশ করে। বাধা দিতে গেলে গিলবার্টে এলোপাতাড়ী কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। চিৎকার শুনে চার্চের অন্যান্যরা এসে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। কি কারণে নৈশ প্রহরীর উপর হামলা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন