ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

বান্দরবানে শিক্ষার্থীরাদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ

প্রকাশিত : ১৮:০৩, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

‘রুখব দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানে বান্দরবানে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেছে শিক্ষার্থীরা। জেলার বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থী বান্দরবান ঈদগাহ মাঠে সমবেত হয়। শপথ বাক্য পাঠ করান বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ। পরে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়াসহ অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি