চট্টগ্রামে পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:০৪, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১০ মার্চ ২০১৭
চট্টগ্রামে পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কমিশনার মোহাম্মদ জাবেদ। সেসময় তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ।
আরও পড়ুন