ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

রাজধানীর অদূরে পূর্বাচলে বিশ্বমানের স্টেডিয়াম নির্মানের উদ্যোগ

প্রকাশিত : ১৮:২৪, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ক্রিকেটের জন্য একটি বিশ্বমানের স্টেডিয়াম নির্মানের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাজধানীর অদূরে পূর্বাচলে এই স্টেডিয়াম নির্মান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে জায়গা নির্ধারন করা হয়েছে। আগামী বছর এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস। গত কয়েক বছর আন্তর্জাতিক সাফল্যে বাংলাদেশের ক্রিকেটের যেন জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। আর ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচগুলো আয়োজিত হয় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে। কিন্তু চাহিদা অনুযায়ী দর্শক ধারণ ক্ষমতা অপ্রতুল এই স্টেডিয়ামের । এই বিষয়টি মাথায় রেখে এবার বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মানের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পূর্বাচলে ৩৭ একর জমিও নির্ধারিত হয়ে গেছে ইতিমধ্যে । আসন সংখ্যার দিক দিয়ে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম । এই সম্পর্কে বিস্তারিত ধারনা নিতে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রতিনধি দল বিশ্ব বিখ্যাত মেলবোর্ণ ক্রিকেট স্টেডিয়াম ঘুরে এসেছে । নির্মান শুরু হলে দুই বছরের মধ্যে এই স্টেডিয়ামের কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি