চট্টগ্রামের ৬ হাজার ৩১৩ শিক্ষার্থীকে পুরষ্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণ ফোন
প্রকাশিত : ১৮:০৩, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১০ মার্চ ২০১৭
বছর জুড়ে বইপড়া কর্মসুচীতে নিজের উৎকর্ষতার পরিচয় দেয়ার জন্যে চট্টগ্রামের ৬ হাজার ৩১৩ শিক্ষার্থীকে পুরষ্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণ ফোন।
সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুলল্লাহ আবু সায়ীদ এবং গ্রামীন ফোনের হেড অব চট্টগ্রাম সার্কেল শাওন আজাদ। এসময় বক্তারা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রামের ৮১টি স্কুলে বই পড়া কার্যক্রম চলছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা বই পড়ায় আরো বেশী অনুপ্রানিত হবে বলে মনে করেন তারা।
আরও পড়ুন