ময়মনসিংহের দাপুনিয়া গ্রাম থেকে জেএমবির তালিকাভুক্ত সদস্য বিল্লাল জুয়াড়ি আটক
প্রকাশিত : ১৯:৩০, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩০, ১০ মার্চ ২০১৭
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রাম থেকে জেএমবির তালিকাভুক্ত সদস্য বিল্লাল হোসেন ওরফে বিল্লাল জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বিল্লাল দাপুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন তথ্যে <ংঃৎড়হম>গত রাতে দাপুনিয়ায় বিল্লালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস ও বিস্ফোরক আইনে ২০১৬ সালে ২টিসহ ৪টি মামলা রয়েছে। সে জামিনে ছিল। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জাানান কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
আরও পড়ুন