রোহিঙ্গাদের উপর দমনপীড়ন, হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে অপরাধ
প্রকাশিত : ১৯:২২, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১০ মার্চ ২০১৭
মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ রোহিঙ্গাদের উপর যে দমনপীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিবিসিতে এক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি এ’কথা বলেছেন। তার মতে, রোহিঙ্গা মুসলিমদের ওপর ধারাবাহিকভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এমনকি রোহিঙ্গাদের এলাকা মুক্তভাবে পরিদর্শন করতে না দেয়ার কথাও জানান লি। তবে, বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার।
মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে গত বছরের ৯ অক্টোবর কয়েকটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় দেশটির নয়জন পুলিশ সদস্য নিহত হয়। এরপর রাখাইন রাজ্যে শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান। সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের উপর নির্যাতন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা চালায় সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহিংস অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের হিসেবে, সরকারি বাহিনীর হাতে নিহত হয় হাজারের বেশি রোহিঙ্গা। তবে, বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান, শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি।
এবার দেশটির সেনাবাহিনী ও পুলিশ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অভিযোগ করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি। বিবিসির এক অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি।
লি বলেন, মিয়ানমারে সংঘাত কবলিত এলাকায় স্বাধীনভাবে তদন্ত করারও সুযোগ দেয়া হয়নি। তবে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, যতটা আশঙ্কা করেছিলেন পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ।
এ ব্যাপারে বিবিসি’র সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান, অং সান সু চি। তবে, তার দলের একজন মুখপাত্র বলেন, এই ইস্যুটি আন্তর্জাতিক নয়, বরং অভ্যন্তরীণ।
আরও পড়ুন