ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

৭১ এর ১১ই মার্চ বঙ্গবন্ধু এক বিবৃতিতে পাকিস্তানীদের ব্যাপক সামরিক প্রস্তুতির তীব্র প্রতিবাদ জানান

প্রকাশিত : ১০:১৩, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৩, ১১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আজ ঐতিহাসিক ১১ই মার্চ। ৭১ এর এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে পাকিস্তানীদের ব্যাপক সামরিক প্রস্তুতির তীব্র প্রতিবাদ জানান। বলেন, কোন শক্তিই বাংলার জনগনের চূড়ান্ত বিজয় প্রতিরোধ করতে পারবেনা। চলতে থাকে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ-বিক্ষোভ। স্বাধীন বাংলা প্রতিষ্ঠার আহবান জানায় ছাত্র ইউনিয়ন মতিয়া গ্র“প। সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৯ মার্চ মওলানা ভাসানির ভাষণের পর পূর্ব পাকিস্তানে ব্যাপক সামরিক প্রস্তুুতি নিতে থাকে সামরিক জান্তা। তবে ১১ই মার্চ বঙ্গবন্ধু এক বিবৃতিতে বলেন কোন শক্তিই বাংলার জনগনের চুড়ান্ত বিজয় প্রতিরোধ করতে পারবেনা। ১০ থেকে ১৩ই মার্চের মধ্যে পাকিস্তান এয়ারলাইন্স সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে পশ্চিম থেকে পূর্ব পাকিস্তানে যাত্রী পরিবহন করতে থাকে। তার প্রায় সবই ছিলো সাদা পোশাকে পশ্চিম পাকিস্তানি সেনাসদস্য। তবে প্রতিরোধ আন্দোলন চালাতে থাকে ছাত্র-জনতা। ছাত্র ইউনিয়নের মতিয়া গ্র“প স্বাধীণ বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। দিন দিন আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সেই সাথে পাকিস্তানি বাহিনর নির্যাতনের মাত্রাও বাড়তে থাকে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে একটি স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। এদিন বরিশালে কয়েদিরা জেল ভেঙ্গে পালাতে গেলে পুলিশের গুলিতে ২ জন নিহত ও ২০ জন আহত হয়। কুমিলায় জেল ভেঙ্গে পালাতে গেলে  ৪জন নিহত হয় আর আহত হয় অন্তত ২০ জন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি