কুষ্টিয়ার লালন সাঁইয়ের আখড়ায় বাউল উৎসব ও গ্রামীণ মেলা শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ১০:১৯, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৯, ১১ মার্চ ২০১৭
কুষ্টিয়ার ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়ায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাউল উৎসব ও গ্রামীণ মেলা। আয়োজনকে ঘিরে মরা কালিগঙ্গা নদীর তীরের আখড়া এলাকায় এখন সাজ সাজ রব। দুরদুরান্ত থেকে এসেছেন বাউল, সাধু ও ভক্তরা। মেতে উঠেছেন লালনের গানে।
ছোট ছোট দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলা এই সাধু-বাউলরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার মরা কালিগঙ্গা নদী তীরে। গান পাগল বাউলদের কেউ কেউ মত্ত গানে, আবার কেউবা মেতে উঠেছেন গুরুবাদি বাউল ধর্মের তত্ব কথার আলোচনায়।
বাউল সম্রাট লালন সাঁইয়ের মৃত্যুর পর থেকে ভক্ত-শিষ্যরা এ বিশেষ দিনে বছরের পর বছর ধরে আয়োজন করে আসছেন বাউল মিলনমেলা।
বাউল গানের উৎসবের আবহ দেখতে ভীড় করছেন দর্শনার্থীরাও। আগ্রহের কমতি নেই তাদেরও।
তিনদিনের এ উৎসব নির্বিঘœ করতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। সার্বিক ব্যবস্থা নিশ্চিতের কথা জানালেন আয়োজকরা।
লালনের গানের মধ্য দিয়ে অহিংসার বাণী ছড়িয়ে পড়ার প্রত্যাশা বাউল-ভক্তদের।
আরও পড়ুন