ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

মৈমনসিংহ গীতিকার তীর্থভূমি নেত্রকোণা

প্রকাশিত : ১০:৩০, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৩০, ১১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

লোকজ সংস্কৃতির ঐতিহ্যের স্মারক ডক্টর দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকার তীর্থভূমি নেত্রকোণা। কাজলরেখা, দেওয়ান ভাবনা, কমলা, কঙ্ক ও লীলা, সোনাই মাধব, মলুয়া ও মহুয়ার বাস্তব প্রেমকাহিনী নিয়ে রচিত হয় মৈমনসিংহ গীতিকা। মহুয়া পালার মহুয়া-নদের চাঁদের কথা যেমন মানুষের হৃদয়ে গেঁথে আছে, তেমনি আজো টিকে রয়েছে তাদের পৈতৃক ভিটেমাটির স্মৃতিচিহ্নও। নেত্রকোণা প্রতিনিধি মনোরঞ্জন সরকারকে সাথে নিয়ে নেত্রকোণার কাঞ্চনপুরের এই বাড়ি থেকেই ছয় মাসের শিশুকন্যা মহুয়াকে নদী পথে চুরি করে নিয়ে যায় হুমরা বাইদ্যা। এরপর বেদে পল্লীতেই বেড়ে ওঠে মহুয়া। বেদেনী দলের সাপ খেলা দেখানোর সুবাদে মহুয়ার সাথে দুর্গাপুরের বাউরতলা গ্রামের জমিদারের দেওয়ান নদের চাঁদের প্রথম দেখা, আর এরপর প্রেম; তাদের অমর প্রেম কাহিনী আজো মানুষের মুখে মুখে। <ড়ষ> <ষর>দীনেশচন্দ্র সেনের মৈমনসিংহ গীতিকার অমর লোকজ পালা মহুয়া। ভাটি বাংলা নেত্রকোণার মহুয়া আর নদের চাঁদের প্রেম, ভালবাসা, বিরহকথা পুরোটা পালাজুড়ে। হারিয়ে যাওয়া মহুয়া পালাসহ লোকজ সংস্কৃতিকে ফিরিয়ে আনা ও নিয়মিত চর্চার দাবি স্থানীয়দের। মহুয়া এখন পরিবেশিত হচ্ছে নৃত্যনাট্য ঢংয়ে। মহুয়া চরিত্রে অভিনয় করে উচ্ছসিত নতুন প্রজন্মের নাট্যকর্মীরা। আবহমান বাংলার বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করে সচেতন মহল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি