সিলেটে গণহত্যার স্থানে ৪০ বছর পর স্মৃতিস্তম্ভ নির্মাণ, দালালদের বিচার না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ
প্রকাশিত : ১০:৩৩, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৩৩, ১১ মার্চ ২০১৭
সিলেটের ওসমানী নগরের বুরুঙ্গা বাজার। একাত্তরের ২৬ মে পাকিস্তানী বাহিনী চালায় হত্যাযজ্ঞ। একসঙ্গে হত্যা করে অন্তত ৮০ জনকে। দীর্ঘ ৪০ বছর পর গণহত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সরকার। তবে, ঘটনায় জড়িত এ দেশীয় দালালদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
সংখ্যালঘু অধ্যুষিত ওসমানী নগরের বুরুঙ্গা বাজার এলাকায় যুদ্ধের প্রথম দিকে যেতে পারেনি পাকিস্তানী সেনারা। এ কারণে নিরাপদ স্থান মনে ওই অবস্থান নিয়েছিলেন অনেক মানুষ। কিন্ত এ দেশীয় দোসর রাজাকারদের সহায়াতায় ২৬ মে ওই এলাকায় আক্রমন চালায় পাকিস্তানি সেনারা।
বাড়ি থেকে ধরে ধরে এনে, এক সঙ্গে ৮০ জনকে দড়ি দিয়ে বেধে লাইনে দাঁড় করায় পাক সেনারা, এরপর ব্রাশ ফায়ার। কেউ কেউ বেঁচে গেলেও লাশের স্তুপ থেকে টেনে বের করে রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে বর্বর বাহিনী।
সেদিনের ঘটনা মনে হলে এখনও শিউরে উঠেন এই প্রত্যক্ষদর্শী।
স্বাধীনতার পর বিধবাদের এলাকায় পরিনত হয় বুরুঙ্গা গ্রাম। তাদের দিকে ফিরেও তাকায়নি কেউ।
২০১২ সালে সরকার গণহত্যাস্থলে নির্মান করেন স্মৃতিস্তম্ভ। এখন নতুন প্রজন্মের জন্য সংরক্ষনের দাবি এলাকাবাসীর।
স্বাধীনতার ৪৬ বছরেও ঘটনায় জড়িত পাকিস্তানীরে দোসরদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই।
আরও পড়ুন