এসি মিলানকে হারিয়েছে জুভেন্টাস
প্রকাশিত : ১১:০৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১১:০৬, ১১ মার্চ ২০১৭
ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’ তে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো শক্ত করলো শিরোপা প্রত্যাশী জুভেন্টাস।
শীর্ষে উঠার লড়াইয়ে ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই লিড পায় জুভেন্টাস। ৩০ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার মেহেদি বেনতিয়া। তবে, এগিয়ে থেকে লিড ধরে রাখতে পারেনি তারা। ৪৩ মিনিটে এসি মিলানকে সমতায় ফেরান কলোম্বিয়ান ফরোয়ার্ড কার্লোস বাক্কা। প্রথমার্ধে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দু’দল। ম্যাচের অতিরিক্ত সময়ে জুভেন্টাসের হয়ে জয় সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পল ডাইবালা। এই জয়ে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। আর ৫০ পয়েন্টে এসি মিলান রয়েছে ৭ নম্বরে।
আরও পড়ুন