রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি
প্রকাশিত : ১৪:২৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১১ মার্চ ২০১৭
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শুক্রবার বিকেল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজো ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের সেন্টমার্টিনে ৩ দিন ধরে আটকা পড়েছে ২ শতাধিক পর্যটক। তবে, তারা নিরাপদে রয়েছেন। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে, বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে রাজধানীর কর্মজীবী মানুষ। দুর্ভোগ পোহাতে হয় সকালে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।
আরও পড়ুন