সাভারে স্বর্ণের দোকানে হামলা চালিয়ে ১৫ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত : ১৪:০৯, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:০৯, ১১ মার্চ ২০১৭
সাভারে একটি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে সন্ত্রাসীরা।
শনিবার সকালে সাভারের চাঁপাইন এলাকায় চাঁপাইন জুয়েলার্সে এ’ ঘটনা ঘটে। জুয়েলার্স এর মালিক জানায়, তার দোকানে পহেলা মার্চ একই এলাকার সেলিম একটি আংটি বানাতে দেয়। সেটি বানিয়ে দিতে দেরি হওয়ায় সেলিম তার দলবলসহ ধারালো অস্ত্র নিয়ে ওই জুয়েলারির দোকানে হামলা চালায়। এ’সময় তারা সিন্দুকের তালা ভেঙ্গে নগদ এক লাখ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও চল্লিশ ভরি রূপার গহনাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন