ঝিনাইদহে পাগলা কানাই এর ২০৭তম জন্মজয়ন্তী উৎসব
প্রকাশিত : ১৪:২৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১১ মার্চ ২০১৭
মরমী কবি পাগলা কানাই এর ২০৭তম জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামে। এ’ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলার শেষ দিন আজ। অনুষ্ঠানে রয়েছে কবিগান, ভাব সঙ্গীত, ধুয়া-জারি, আলোচনা সভা। জন্মজয়ন্তী উপলক্ষে দূর-দুরান্ত থেকে এসেছেন কবির ভক্তরা। পাগলা কানাই তিন হাজারের বেশি গান রচনা করেছেন।
মরমী কবি পাগলা কানাই ঝিনাইদহের লেবুতলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে পিতাকে হারানোয় অর্থের অভাবে পড়ালেখা হয়নি পাগলা কানাইয়ের।
অন্যের বাড়িতে রাখালের কাজ করার সময় গরু চরাতে গিয়ে ধুয়ো-জারি গান গাইতেন তিনি। তার মেধা ছিল প্রখর। উপস্থিত বুদ্ধি দিয়ে তাৎক্ষণিক গান রচনা করে নিজ কন্ঠে পরিবেশন করতেন পাগলা কানাই। তার গানে বাউল ও কবিয়াল- দুইয়ের যথার্থ মিলন ঘটেছিলো।
সম্প্রতি কবির গানগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে চলছে গান সংরক্ষণের কাজ।
ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের মুখে মুখে আজো ঘুরে ফেরে তার গান।
আরও পড়ুন