ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

আভ্যন্তরিন চাহিদা মিটিয়ে পাট পণ্য বিশ্ববাজারে রপ্তানী

প্রকাশিত : ১৪:০৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:০৬, ১১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ৫ বছরের মধ্যে আভ্যন্তরিন চাহিদা মিটিয়ে পাট পণ্য বিশ্ববাজারে রপ্তানী করে অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। রাজধানীতে এক সেমিনারে, এ খাতে দূর্নীতি কমিয়ে আনায় লোকসানের পরিমাণও কম হয়েছে বলে দাবী করেন প্রতিমন্ত্রী। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, পাটকল ব্যবস্থাপনায়  অনিয়ম তদারকি করে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিলে এ খাতে সম্ভাবনা অসীম। এছাড়া আন্তর্জাতিক বাজারে বহুমূখী পাটপণ্যের প্রতিযোগিতার জন্য গবেষণার প্রয়োজন আছে বলেও মত দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি