শিক্ষার্থীরা যাতে জঙ্গি-সন্ত্রাসবাদ জড়িয়ে না পড়ে খেয়াল রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
প্রকাশিত : ১৯:০১, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:০১, ১৭ মার্চ ২০১৭
শিক্ষার্থীরা যাতে জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকাসক্তিতে জড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে তিনি এ’কথা বলেন। এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় তার সমাধি সৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার সকালে তাঁর সমাধি সৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শুক্রবার বিকেলে, বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ’সময় শিশু কিশোরদের কলকাকলিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গন।
বঙ্গবন্ধু কন্যা বাবার স্মৃতিচারণ করে বলেন, ছেলেবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন বন্ধুবৎসল, আন্তরিক ও সবার প্রতি সহানুভূতিশীল।
শিক্ষার্থীরা যেন কোনোভাবেই জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকাসক্তিতে জড়িয়ে না পরে সেদিকে নজর রাখতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
পরে শেখ হাসিনা শিশু কিশোরদের হাতে শিশু দিবসের পুরস্কার তুলে দেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আরও পড়ুন