যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর প্রথমবারের মতো দেশটি সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল
প্রকাশিত : ১৫:৪০, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৪২, ১৮ মার্চ ২০১৭
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের পর প্রথমবারের মতো দেশটি সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ফোনে আড়িপাতা নিয়ে ওবামার সমালোচনার পাশাপাশি ন্যাটো ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এদিকে, মুসলিম অধ্যুষিত ৬ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। হোয়াইট হাউসে বৈঠক করেন দুই নেতা। এরপর যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে আসে ফোনে আড়ি পাতার বিষয়। দু’জনই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নজরদারির শিকার বলে দাবি করেন ট্রাম্প।
এছাড়া, বাণিজ্য ইস্যুতে ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানান তারা। চড়া শুল্ক আরোপের হুমকি আর একলা চলো নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেন ট্রাম্প। আবারও সমর্থন জানান ন্যাটোকে। আর শরণার্থীদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান মার্কেল। মানবপাচার বন্ধের ওপরও জোর দেন তিনি।
এদিকে, মুসলিম অধ্যুষিত ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখতে অটল ট্রাম্প প্রশাসন। স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট।
এছাড়া, বিভিন্ন অপরাধে আটক অবৈধ অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ১২টি শহরে ইমিগ্রেশন জাজ নিয়োগের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন