ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

জার্মানির আসন্ন জাতীয় নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মার্টিন শুলজ

প্রকাশিত : ১০:১৮, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৮, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  জার্মানির আসন্ন জাতীয় নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডেমোক্রেট প্রার্থী মার্টিন শুলজ। জয়ী হলে কট্টর জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করার আশ্বাস তার। জার্মানির জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট মার্টিন শুলজ। জার্মানি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি  তাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। সেপ্টেম্বরের নির্বাচনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বিরুদ্ধে লড়বেন শুল্ধসঢ়;‌জ। এদিকে দলের এক সমাবেশে দেয়া বক্তব্যে কট্টর জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করার আশ্বাস দেন তিনি। নির্বাচনি জরিপে দেখা গেছে প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় মেরকেলের কাছাকাছি অবস্থান মার্টিন শুল্ধসঢ়;‌জের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি