পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া ক্যাপ্টেন শহীদুল্লাহ’র বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ
প্রকাশিত : ২০:২৩, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:২৩, ২১ মার্চ ২০১৭
মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সহযোগিতা না করে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া তৎকালীন ক্যাপ্টেন মুহাম্মদ শহীদুল্লাহ’র বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ প্রতিবেদন প্রকাশ করেন।
কুমিল্লার দাউদকান্দি থানার ‘মুহাম্মদ শহীদুল্লাহ্ধসঢ়; পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে পশ্চিম পাকিস্তান থেকে নিজ বাড়িতে আসেন। যুদ্ধ শুরু হলে ঢাকা সেনানিবাসে পাকিস্তানি দখলদার সেনাবাহিনীতে যোগদেন।
পরবর্তীতে কুমিল্লা সেনানিবাস থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিজ এলাকা দাউদকান্দি থানা সদরে ক্যাম্প স্থাপন করেন। সেখানে আটক, নির্যাতন, অপহরণ, লুন্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংগঠনে লিপ্ত থাকেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
প্রসিকিউশনের আবেদনে গত বছরের ২ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহ্ধসঢ়;’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। পরদিন হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন