ঢাকা, সোমবার   ১১ আগস্ট ২০২৫

মুসলিম প্রধান ৮ দেশের বিমানে যাত্রীদের ল্যাপটপ, ট্যাব বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২১:২৪, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২১:২৪, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম প্রধান আট দেশের বিমানে যাত্রীদের ল্যাপটপ, ট্যাব বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্ক, সৌদি আরব, মিশরসহ এসব দেশের নয়টি এয়ারলাইন্স ও ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করা ফ্লাইট এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। সিদ্ধান্ত অনুযায়ী বিমানের কোনো যাত্রী তাদের ব্যাগে ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ডিভিডি প্লেয়ারের মতো ডিভাইসগুলো নিয়ে ভ্রমণ করতে পারবেন না। তবে মুঠোফোন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর আগে দুই দফা সাত দেশের মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে তা আদালতের আদেশে স্থগিত রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি