ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার মাত্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন

প্রকাশিত : ১৭:৫২, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫২, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার মাত্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে বিটিআরসির পদক্ষেপ জানতে চেয়েছেন।  আদালতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। এদিকে স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে নির্ণয় করতে আবেদন জানিয়েছেন রিটকারীর আইনজীবী। সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি