ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে বিশেষ টহল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ২২:০৫, ২৯ জুলাই ২০২০

‘

Ekushey Television Ltd.

নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। টহলকালে স্বাস্থ্যবিধিসহ নৌযানের নিরাপত্তা নিশ্চিত করবেন কোস্টগার্ড সদস্যরা। এ কার্যক্রম পরিচালনা করবে ভ্রাম্যমান আদালত।

আপনজন ছেড়ে রাজধানীতে থাকা মানুষ ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার প্রধান বাহন নৌযান। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমসিম খাচ্ছেন লঞ্চকর্মীরা। তারা জানান, যারা লঞ্চে উঠছেন সবার হাতেই হ্যন্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। সবাইকে মাস্ক ব্যবহার করতেও বলা হচ্ছে। যাত্রীরা বলছেন, ‘তারা নিরুপায়, তবে যথাসম্ভব মেনে চলছেন স্বাস্থ্যবিধি।’

যাত্রীরা আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই লঞ্চে প্রবেশ করানো হচ্ছে। যাত্রীরা নিজ দ্বায়িত্বেও সচেতন থাকছেন।

এবার ঈদযাত্রার প্রেক্ষাপট ভিন্ন। বার্ষায় খরস্রোতা নদী, তার ওপর করোনা সংক্রমণের ঝুঁকি। এসব বিবেচনায় ঈদযাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ড কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক (লে. কমান্ডার, কোস্ট গার্ড) জানান, দেশের সকল নদীবন্দর ও বিভিন্ন ঘাটে এই বিশেষ টহল চলবে ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত ।

তিনি বলেন, ‘টহল অব্যাহত থাকবে, যে কোন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে সহযোগিতা করতে পৌঁছে যাবেন, পাশাপাশি অনিয়ম, অন্যায় রোধে ভ্রাম্যমান আদলাত পরিচালনা করা হচ্ছে।’

এই বিশেষ কার্যক্রমে বিশেষ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ডুবুরি দল ও স্পীডবোটসহ কোস্টগার্ডের সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করবে ভ্রাম্যমান আদালত।

 

এসইউ/এসি/এমএস

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি