ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

বরগুনায় হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

প্রকাশিত : ১৪:৩০, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:৩২, ২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

বরগুনায় হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং। গত এক সপ্তাহে দিন-রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন পুরো জেলার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, লাইনে সমস্যা হওয়ার কারণেই ঘনঘন লোডশেডিং হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবী এলাকাবাসীর। borgunaগত এক সপ্তাহ ধরে বরগুনায় দিনের বেশিরভাগ সময়েই থাকছেনা বিদ্যুৎ। রাতে বেলাও ছিটে ফোঁটা বিদ্যুৎ। তাই জনজীবনে নেমেছে চরম ভোগান্তি । মোম জালিয়ে লেখা পড়া করতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। শীতে বিদ্যুতের কম চাহিদা মধ্যেও এলাকায় তীব্র লোডসেডিং উদ্বেগ সৃষ্টি করেছে সাধারন মানুষের মধ্যে। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রীড ষ্টেশনে সংস্কার কাজ চলছে. তাই সরবারহ কম। বরগুনা জেলায় সাড়ে ৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন জেলাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি