ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

ঢাকাসহ সারাদেশের আবহাওয়া আগামীকাল প্রধানত শুষ্ক থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৫ জুন ২০১৭ | আপডেট: ১৬:২০, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাসহ সারাদেশের আবহাওয়া আগামীকাল প্রধানত শুষ্ক থাকবে। দিনের প্রথম ভাগে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। ঈদকে ঘিরে দিনের আবহাওয়া শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 

ভরা বর্ষা মওসুম। প্রায়শ দেশজুড়ে হচ্ছে বৃষ্টিপাত। কখনও মুষলধারায়, কখনোবা থেমে থেমে। সেই সঙ্গে রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এমন পরিস্থিতিতে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হওয়ায় জনমনে কিছুটা উদ্বেগ কাজ করছে। তবে খানিকটা আশার কথা শোনালো আবহাওয়া অধিদপ্তর।

সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক জানান, সোমবার রাজধানীর আকাশ মেঘলা থাকলেও দিনের প্রথমভাগে বৃষ্টিপাতের কোনোই সম্ভাবনা নেই।

এমনকি সারাদেশেও ধরনের ভারি বর্ষনের সম্ভাবনা নেই বলে জানান তিনি।

সমুদ্রে কোনো সুনির্দিষ্ট লঘু চাপ না থাকায় মৌসুমি বৃষ্টির প্রভাব নেই, আর সেকারণেই ঈদে বৃষ্টির কারণে বিড়ম্বনা হবে না বলেই নিশ্চিত করছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি