ফেরি সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
প্রকাশিত : ১৮:৫৩, ১০ আগস্ট ২০২১

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১০ নম্বর পিলারের সাথে ‘রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এর ধাক্কা লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মোঃ রাশেদুল ইসলাম কমিটির আহবায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএ'র পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) এম শাহজাহান, এজিএম (ইঞ্জিনিয়ারিং) মোঃ রুবেলুজ্জামান এবং এজিএম (মেরিন) আহমেদ আলী।
বিআইডব্লিউটিসি সোমবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করে।
এসি
আরও পড়ুন