ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ফুচকা খেয়ে মুগ্ধ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশের মজাদার সব খাবারে মজেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল বাংলাদেশি ফুচকা খেয়ে মুগ্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন, ফুচকা তার বেশ পছন্দ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার তার ভেরিফায়েড টুইটারে ফুচকা খাওয়ার ছবি পোস্ট করে মুগ্ধতার কথা জানিয়েছেন। টুইটে জাভেদ প্যাটেল লিখেছেন, ‘অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি গুগলে (ফুচকা) বানানটা দেখে নিয়েছি।’ 

হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তাদের ডেপুটি হাইকমিশনারের দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছে- ‘ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।’

এছাড়াও সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। অন্যদিকে, পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।
এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি