ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাঙছে যৌথ পরিবার; ম্লান হচ্ছে পারিবারিক বন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:৪৮, ৮ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ছোট হচ্ছে একান্নবর্তী পরিবার। ভাঙছে আত্মিক বন্ধন। যার প্রভাব পড়ছে উঠতি শিশুমনে। যুথবদ্ধ কোনও  পরিবারে খানিক সময় কাটালেই অনেকটা উপলব্ধি করা যায় যৌথজীবনের বহুমাত্রিক দিক। এমনই এক যৌথ পরিবারের গল্প শুনবো আজ।  

কুমিল্লা দেবীদ্বারের মুক্তিযোদ্ধা আলী আজম। ঢাকায় ঠিকানা গড়েছিলেন বনশ্রীতে। ডুপ্লেক্স ফ্ল্যাটে একান্নবর্তী এ পরিবারে বাস করেন ৩২ সদস্য। আলী আজমের স্ত্রী রত্নগর্ভা। ক’মাস আগে তিন দিনের ব্যবধানে করোনায় মৃত্যু হয়েছে দু’জনের। সেই থেকে হাসি-আনন্দ কমেছে এ পরিবারে। কিন্তু বেড়েছে আত্মিক বন্ধন। 

এই পরিবারের শিশুরা বলছে, এখন পরিবারের সব ভাইবোন মিলে ক্যারাম, দাবা এবং কানামাছি খেলে তারা। শুধু তাই নয়, যে কোনও সমস্যায় সব সময় তাদের পাশে দাঁড়ান বাড়ির বড় সদস্যরা।   

যৌথ পরিবার বদলে দিয়েছে জীবনের সৌন্দর্য। একে অপরের সঙ্গে মিলেমিশে ভালো আছেন সবাই। এই পরিবারের সদস্যরা বলছেন, বাইরে কাজে যেতেও তাদের খুব একটা সমস্যা হয় না। কেউ না কেউ সবসময় থাকেন পরিবারের শিশু সন্তানদের দেখভালের জন্য। 

দিনভর পাখির মতো কিচিরমিচির এ বাড়িতে অবসাদ বাসা বাঁধে না খুব একটা। অশান্তি এলেও তা মিটে যায় তাৎক্ষনিক। প্রত্যেকের মাঝেই তাই ছাড় দেয়ার মানসিকতা বেশ প্রকট। 

পরিবারের পুরুষ সদস্যরা জানান, বংশ পরম্পরায় তারা এই যৌথ পরিবারে থাকার শিক্ষা পেয়েছেন। 

এসবি/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি