ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস করলে ১০ বছর কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বিসিএস বা কর্ম কমিশন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উত্থাপিত সরকারি কর্ম কমিশন আইনটির খসড়ার অনুমোদন দেওয়া হয়। এতে এই বিধান যুক্ত করা হয়েছে।

বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। 

আইনে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির বিধানও রাখা হয়েছে। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ও চট্টগ্রাম শাহী মসজিদ আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি