ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

সোমবার শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:২০, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করবে সম্প্রীতি বাংলাদেশ।

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বিকাল তিনটায় এই সমাবেশ হবে।  

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য নষ্ট করতে এখনো ষড়যন্ত্র চলছে। সব জনগোষ্ঠীর সমান অধিকারে যারা বিশ্বাস করে না, এ ষড়যন্ত্রের পেছনে তাদের হাত থাকতে পারে। 

জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রজন্ম একাত্তর, উদীচী, মুক্তিযুদ্ধ জাদুঘর, মহিলা পরিষদ, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট, রামকৃষ্ণ মঠ ও মিশন,  বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘসহ ৭১টি অসম্প্রদায়িক সংগঠন এই সামাবেশের সঙ্গে একাত্মতা জানিয়েছে।

এএইচএস/বৃতি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি