ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

সংসদের ১৫তম অধিবেশন ১৪ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হবে আগামী ১৪ নভেম্বর। ওই দিন বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (২৭ অক্টোবর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয়ে সূত্রে জানা গেছে। এর আগে সংসদের ১৪তম অধিবেশন গত ১৬ সেপ্টেম্বর শেষ হয়। সংবিধানের বিধান মতে, সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি