ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ডা. মামুন আল মাহতাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২১:২৭, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘৩য় বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস ২০২১’  আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেডিসিন ফ্যাকাল্টির’ শ্রেষ্ঠ গবেষক হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১’ লাভ করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। 

এছাড়াও তার ‘বঙ্গভ্যাক্স ভ্যাকসিনেটেড বানরে সার্স-কোভ-২ চ্যালেন্জ’ ট্রায়ালের উপর গবেষণা নিবন্ধটি এবারের বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে ‘সেরা ৫’-এ জায়গা করে নিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি