ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:৪৮, ৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান। বেসরকারি খাতকে উৎসাহ দিতে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্যোক্তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

বুধবার এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান। 

সাধারণভাবে ছয়টি ক্যাটাগরিতে ১৮টি পুরস্কার দেওয়া হয়। তবে এবার বৃহৎ ও মাঝারি শিল্পে চারটি করে, ক্ষুদ্রশিল্পে তিনটি, মাইক্রো শিল্পে তিনটি, কুটির শিল্পে দুটি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে।

এবার বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। এই ক্যাটাগরিতে দ্বিতীয় মীর সিরামিক ও তৃতীয় জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম বেঙ্গল পলিমার ওয়্যারস, দ্বিতীয় নোমান টেরি টাওয়েল মিলস এবং যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স এবং ক্রিমসন রোসেলা সি ফুড।

ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রথম প্রমি এগ্রো ফুডস, দ্বিতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস ও তৃতীয় এপিএস হোল্ডিং। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় খান বেকেলাইট প্রোডাক্টস এবং তৃতীয় র‌্যাভেন এগ্রো কেমিক্যালস।

কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম কোর-দি জুট ওয়ার্কস এবং দ্বিতীয় সামসুন্নাহার টেক্সটাইল মিলস। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস এবং তৃতীয় সামিট কমিউনিকেশনস।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি