ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

জাতীয় সংসদের অধিবেশন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪২, ১৪ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আজ বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এরআগে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। আজ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন। 

সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন: শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ ও বাসন্তী চাকমা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি