ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

অক্সফোর্ড এর অনারারি প্রফেসর মনোনীত হলেন ডা. আলমগীর মতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৬ ডিসেম্বর ২০২১

ডা. আলমগীর মতি

ডা. আলমগীর মতি

Ekushey Television Ltd.

পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হারবাল, অর্গানিক ও হাজার বছরের পুরাতন চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয় করেছেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি।

এই অবদানের জন্য যুক্তরাজ্যের দ্যা অ্যাকাডেমি ইউনিয়ন, অক্সফোর্ড ডা. আলমগীর মতিকে ‘অনারারি প্রফেসর অব দি অ্যাকাডেমি ইউনিয়ন, অক্সফোর্ড’ ডিগ্রির জন্য মনোনীত করেছে। 

সোমবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১৭ ডিসেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের গভর্ণরের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা: আলমগীর মতি। তিনি ৫০ হাজারেরও অধিক ব্যক্তিকে নিজ খরচে চোখের অপারেশন করার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি