ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

বৃষ্টিতে ভিজে শেষ হবে বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বছর শেষ হতে আর বাকি তিনদিন। এই তিন দিনের মধ্যে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতরের তথ্যে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। 

শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।

সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অধিদফতর আরও জানিয়েছে, জানুয়ারিতে বেশ কয়েকবার তীব্র শীত আসবে। ৩ জানুয়ারির পর তাপমাত্রা কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। 
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি