ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কাদের সঙ্গে বসছে সার্চ কমিটি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার পদের জন্য যোগ্যদের খুঁজে বের করতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবে সার্চ কমিটি। এ জন্য ৬০ জন বিশিষ্ট নাগরিককে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। 

শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি আমন্ত্রিতদের সঙ্গে আলোচনায় বসবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তালিকা করে ইতোমধ্যে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আমন্ত্রণ জানানো ৬০ বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ মুনতাসির মামুন, অধ্যাপক ড. জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

আরও রয়েছেন, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি