ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতা সমাপ্ত হয়।  

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ১৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এতে ১৯ পদাতিক ডিভিশনের কর্পোরাল আব্দুল মালেক শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক হূদয় শেখ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনা সদরের বিভিন্ন পরিদফতরের পরিচালক এবং সাভার এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ জেসিও এবং অন্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি