ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

দেশে ফিরছেন সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশে ফিরছেন।

স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সফরের শেষ দিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টের একটি টেমপোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শনে যান। তিনি কন্টিনজেন্টের ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়া সেনাবাহিনী প্রধান স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

সফরের চার দিনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে বাংলাদেশের সব কন্টিনজেন্ট ঘুরে দেখেন। এছাড়া তিনি দক্ষিণ সুদানের উচ্চপদস্থ সামরিক, অসামরিক ব্যক্তিবর্গ ও জাতিসংঘ মিশন ইউএনএমআইএসএস-এর জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি