১৩ বছরেও নিষ্পত্তি হয়নি বিডিআর বিদ্রোহের মামলার (ভিডিও)
প্রকাশিত : ১২:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বিডিআর বিদ্রোহের ঘটনায় ফৌজদারি মামলা হয়েছিল দুটি। ১৩ বছরেও এসব মামলার নিষ্পত্তি হয়নি। অন্যদিকে হত্যা মামলার রায় ঘোষণা হলেও সর্বোচ্চ আদালতে তা নিষ্পত্তির অপেক্ষায়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। পিলখানা বিদ্রোহে হত্যা হয় ৫৭ সেনা কর্মকর্তা।
নৃশংস এ ঘটনার পর মামলা হয় দুটি। আসামির সংখ্যা ৮৫০। বাহিনীর নিজেস্ব আইনে ৫৭টি মামলায় প্রায় ৬ হাজার জনের বিচার করে আদালত।
পিলখানা ট্র্যাজেডির ভয়াবহ নৃশংসতার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা দুটি মামলার বিচার শুরু হয় একসাথে। বিচারিক আদালত ও হাইকোর্ট দু জায়গাতেই এ মামলার বিচার প্রক্রিয়া শেষ। আপিল বিভাগে লড়াইয়ের জন্য অপেক্ষমান মামলা দুটি ।
বিস্ফোরক আইনে করা মামলাটি নিম্ন আদালতে এখনো চলমান। এরইমধ্যে কেটে গেছে ১৩ বছর। অন্যদিকে হত্যা ও বিদ্রোহ মামলায় খালাস পাওয়া দু’ শতাধিক আসামির কারামুক্তি মেলেনি।
সামীপক্ষের আইনজীবি আমিনুল ইসলাম বলেন, “প্রায় ৩০০ মানুষের পক্ষে আমি ইতোমধ্যে আপিল ফাইল করেছি। আপিলগুলো এখন আপিলের ডিভিশনে পেন্ডিং আছে। কমপক্ষে তিনজন বিচারপতির সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করে সেটা দিতে হবে সেক্ষেত্রে এই মামলাটি এক বছরের বেশি সময় ধরে শুনানি হতে পারে।“
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, এ বছর আপিল শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ। প্রত্যাশা করছেন, চলতি বছরেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটবে।
তিনি বলেন, “সবগুলো আপিল একসাথে হয়তো শুনানি হবে, ক্ষেত্রে আশা করা যাচ্ছে এ বছরই শুনানি শুরু হবে।।“
১৩৯ জনের ফাঁসি বহালের পাশাপাশি যাদের সাজা কমেছে তাদের ব্যাপারেও শক্ত অবস্থান নেবে রাষ্ট্রপক্ষ এমন অভিমত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার।
এসবি/
আরও পড়ুন