ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বনভূমি, অথচ গাছ নেই! (ভিডিও)

মফিউর রহমান

প্রকাশিত : ১২:১৭, ২১ মার্চ ২০২২ | আপডেট: ১২:৪৫, ২১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দখল, ইজারা আর বনখেকোদের আগ্রাসী থাবায় উজার হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল। বেশিরভাগ বনভূমিতে শুধু ভূমি আছে; কিন্তু পর্যাপ্ত গাছ নেই। বনজ প্রাচুর্য্য কমে যাওয়ায় বিরূপ আচরণ করছে জলবায়ু। বন বিভাগ বলছে, বনাঞ্চলের আয়তন বাড়ছে। তবে ভিন্নমত পরিবেশবাদীদের।

জনসংখ্যার ক্রমবর্ধমান চাপে বাড়ছে বসতবাড়ি। সম্প্রাসারণ হচ্ছে কৃষিভূমি; অপরিকল্পিত নগরায়ন ও শিল্প-কারখানা স্থাপনের প্রবণতা তো আছেই। এছাড়া বনখেকোদের আগ্রাসী থাবায় দিন দিন উজার হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চল।

তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলছে, সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বাড়ছে। যা এখন দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে, বর্তমানে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। যা দেশের আয়তনের প্রায় ১৫.৫৮ শতাংশ। এরমধ্যে বন অধিদফতর নিয়ন্ত্রিত বনভূমি ১৬ লাখ হেক্টর, শতাংশের হিসাবে ১০ দশমিক ৭৪ ভাগ। 

তবে ভিন্ন কথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, কাগজ কলমে বনভূমির যে আয়তনের কথা বলা হচ্ছে, তাতে ভূমিটা আছে; কিন্তু পর্যাপ্ত গাছ নেই। এছাড়া ইজারা আর বেদখলের কবলে বনের বড় একটি অংশ।

পরিবেশ বাঁচাও আন্দোলন পবা'র সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন, "একটি দেশে যদি আদর্শ পরিবেশ যদি আমরা বিবেচনা করি, তাহলে সে দেশের মোট ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। তবে বাংলাদেশের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটি সাড়ে ১৫ শতাংশ। তবে এই পরিসংখ্যান ভূমি হিসাবে থাকতে পারে, বন হিসাবে নেই।" 

অন্যদিকে, বিশ্বব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালে দেশে বনাঞ্চল ছিল ১৪.৪৭ ভাগ। তবে পরিবেশবাদী সংগঠন পবার দাবি, এ হার ৮ শতাংশের বেশি হবে না। এ হিসেবে সরকারি- বেসরকারি তথ্যের ফারাক ১০ শতাংশের বেশি। 

আব্দুস সোবহান বলেন, "আমাদের মতে বাংলাদেশে বনের যে পরিমাণ তা আসলে দুই অংকে যায়না, এটা সাত আট শতাংশ হতে পারে।"

তবে আশার কথা উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা চরগুলো যুক্ত হয়েছে মূল ভূখন্ডে। আর এ পর্যন্ত এসব চরে সৃজন করা হয়েছে ২ হাজার বর্গ-কিলোমিটারের বনাঞ্চল। নতুন বৃক্ষ রোপন করা হয়েছে সুন্দরবন-সহ দেশের আরো কয়েকটি বনাঞ্চলে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি